নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় আদিয়াবাদ একেএম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ফেব্রয়ারী) সকালে উপজেলার আদিয়াবাদে বিদ্যালয় চত্বরে পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব একেএম ফখরুল আলম আরমান এর সভাপতিত্বে ও শিক্ষক নূর মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নিবার্হী অফিসার মো. আজগর হোসেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রেবেকা সুলতানা, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী মো. সেলিম, প্রধান শিক্ষক আব্দুল মালেক, আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু রায়হান সরকার, আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ি এস আই মোঃ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ইমান আলী, আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো: রুবেল মিয়া, শিক্ষক শফিকুল ইসলাম খোকা মাস্টার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।