নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ইদ পরবর্তী দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার।
রবিবার (২৩এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইমান উদ্দিন ভুঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বিশিষ্ট কবি ও ছড়াকার মহসিন খোন্দকার, যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম করিম, হাইরমারা ইউপি চেয়ারম্যান ডাঃ মো. কবির হোসেন, উপজেলা আ.লীগের সাবেক যুবও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ও বিআরিডবির চেয়ারম্যান হারুনুর রশীদ, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. এনায়েত উল্লাহ ভুইয়া, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ হোসেন, সহসভাপতি ডা. মো. ফরিদ মিয়া, রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দুলাল ভান্ডারী,বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, ছাত্রনেতা মো. রাজিব ও রাজনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।