ঢাকাSunday , 2 April 2023
  • অন্যান্য

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছে কৃষি বিভাগ -উপপরিচালক

সাইফুল ইসলাম জুয়েল
April 2, 2023 7:46 am । ১৪৪ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ ll প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২এপ্রিল) দুপুরে উপজেলা গণমিলনায়তন হলরুমে কয়েক শতাধিক কৃষক কৃষাণীর উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছে কৃষি বিভাগ। তাই এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেজন্য উপস্থিত কৃষক কৃষাণীদের অনুরোধ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমূখ।