নিজস্ব প্রতিবেদক :
বাঙালি জাতির ইতিহাসে মাইলফলক উন্নয়ন “আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতুর” শুভ উদ্বোধন উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে জুন) বিকালে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের হলরুমে অত্যন্ত জমকালো আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৫, রায়পুরা থেকে বার বার নির্বাচিত সাংসদ, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
এতে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হক ভুইয়া তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. ইউনুস আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রলীগের অভিভাবক ও এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ, পৌরসভা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাষ্টার, সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, কোষাধ্যক্ষ মঞ্জুর ইলাহী, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল প্রমূখ।
এসময় পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া, মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।