ঢাকাWednesday , 28 December 2022
  • অন্যান্য

সাংবাদিকদের লেখনির মাধ্যমে ঘুণেধরা সমাজকেও পরিবর্তন করা যায় – এমপি রাজু

নিজস্ব প্রতিবেদক
December 28, 2022 5:51 pm । ১৮৩ জন
Link Copied!

জহির উদ্দিন নাসিম, রায়পুরা :

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি বলেছেন, একজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে ঘুণেধরা সমাজকেও পরিবর্তন করা সম্ভব হয়। শুধু তাই নয়, সাংবাদিকের কলম মর্টার সেলের চেয়েও শক্তিশালী।

ওই সময় তিনি দেশ বরেণ্য সাংবাদিক আবেদ খান, কেজি মোস্তফা, এনায়েত উল্লাহ খান, তোয়াব খান, এ বি এস মুছাসহ দেশবরেণ্য সাংবাদিকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের ৪০ বছরপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো. মোস্তফা খানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধনকালে বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক (পিআইবি)র ডক্টর আব্দুল হাই সিদ্দিক স্মৃতিচারণকালে বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালে ১৯৮৩ সালে এ প্রেস ক্লাবটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামিলীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন। রাস্তা-ঘাট না থাকায় ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম এই উপজেলার খবর সংগ্রহ করা ছিল খুবই দুরূহ কাজ। এখন অনেক রাস্তা-ঘাট হয়েছে।

যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সে অনুযায়ী সাংবাদিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। তিনি সাংবাদিকদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের নানা সমস্যা ও সম্ভাবনার কথা বেশি বেশি করে লিখে সমাজ-সংস্কারে অনবদ্য ভূমিকা রাখার অনুরোধ জানান।

এসময় ক্লাবের একটি স্মার্ট ওয়েবসাইট উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেনের পৃষ্ঠপোষকতায় ও ক্লাবের সাধারণ সম্পাদক এন নূরউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মো. মাজহারুল পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজীজুর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, আমিরগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুক, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।