নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব।
বুধবার (১০জানুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
হরেক রকম পিঠা নিয়ে একাধিক টেবিল সাজিয়ে পিঠা উৎসবে অংশগ্রহন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের অনেকেই।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, রায়পুরা থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে ভাপা পিঠা, তেলের পিঠা, নারিকেল পিঠা, বরপী পিঠা, মালপোয়া পিঠা, দুধ চিতই, ভাজাপুলি, শীতের পিঠাপুলি, নারিকেল সন্দেশ, পায়েশসহ অন্যান্য আরো সুস্বাদু পিঠা উপস্থাপন করা হয়।
বর্ণিল উপস্থাপনকৃত এসব পিঠা পরির্দশন ও স্বাদ গ্রহন করেন অতিথিবৃন্দ। বাংলার সংস্কৃতির হাতের তৈরি এসব পিঠায় মুগ্ধ হয়ে আগামীদিনেও এই ধরনের উৎসবের মাধ্যমে গ্রাম-বাংলার সংস্কৃতি ধরে রাখার আহবান জানান অতিথিবৃন্দ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। বেসরকারি ক্লিনিক কিংবা হাসপাতালে না গিয়ে সরকারী হাসপাতালে আসুন। এখানে সকল ধরনের রোগীদের জন্য বিশেষজ্ঞ কনসালটেন্টসহ অভিজ্ঞ ডাক্তার বৃন্দ রয়েছেন এবং প্রয়োজনীয় সংখ্যক রোগিদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।