ঢাকাMonday , 21 November 2022
  • অন্যান্য

শিবপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

এম নূরউদ্দিন আহমেদ
November 21, 2022 2:17 pm । ২২৬ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী শিবপুরে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ঠ হয়ে হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান আলী রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত তসর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে হাসান আলী রায়পুরা থেকে নরসিংদী যাওয়ার উদ্দেশে সৃষ্টিগর বাসস্ট্যান্ড যান। এসময় রাস্তা পারাপারের সময় সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হাসান আলীর মৃত্যু হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: নুর হায়দায় তালুকদার। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।