ঢাকাThursday , 4 May 2023
  • অন্যান্য

নরসিংদীর শিবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

এম নূরউদ্দিন আহমেদ
May 4, 2023 1:46 pm । ১৫১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর শিবপুরে মাকে মারধর করা অবস্থায় ছোট ভাইয়ের কাঠের আঘাতে প্রাণগেল বড় ভাই তারিকুল ভূইয়া (২৭) নামের এক যুবকের।
বুধবার (৩ মে) আনুমানিক রাত ৮ টার দিকে আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তারিকুল ভূইয়া আধঘাটিয়া গ্রামের মৃত- ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূইয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীর (৯) কে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবেনা বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকে তারিকুল। মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।