ঢাকাMonday , 6 March 2023
  • অন্যান্য

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ -এমপি রাজু

নিজস্ব প্রতিবেদক
March 6, 2023 2:48 am । ১৭৫ জন
Link Copied!

এম নূরউদ্দিন আহমেদ :

খেলাধুলা সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে। খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। সেই সাথে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে। আমাদের উচিৎ আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করা।
শনিবার (৪মার্চ) রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য ও পরিচালনা পরিষদের সভাপতি এবিএম সেলিমুজ্জামান শাহরিয়ারের সভাপতিত্বে সহকারী শিক্ষক জয়নুল আবেদীন জনু ও একেএম সেলিম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের (অবসরপ্রাপ্ত) অতিরিক্ত সচিব মনিরুজ্জামান নিসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ যুগ্মসাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, সবুজছায়া কিন্ডারগার্টেন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আনিসুজ্জামান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।