ঢাকাThursday , 16 February 2023
  • অন্যান্য

শাইনিং স্টার ডিজিটাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
February 16, 2023 5:59 pm । ১৯৪ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  :

নরসিংদীর রায়পুরার অলিপুরায় শাইনিং স্টার ডিজিটাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি, এম তালেব হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথিকে তোরণ নির্মান করে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীরা বাধ্যযন্ত্র বাজিয়ে ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী লায়লা কানিজ লাকি।

সাইনিং স্টার ডিজিটাল স্কুলের সভাপতি এসএম ওবায়দুল হক বাবুলের সভাপতিত্তে ও সাইনিং স্টার ডিজিটাল স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা জান্নাত রোমা’র পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল আলম সরকার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রেজাউল করিম সেলিম, জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ, অলিপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা খাইরুল আলম, অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারিছুল হক ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।