নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় অদ্য বৃহস্পতিবার (২০ অক্টোবর, ২০২২ খ্রিঃ) তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
র্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ এর সহধর্মিনী উপস্থিত ছিলেন।
সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ভবিষ্যতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন এবং পেশাগত জীবনে সাফল্য অর্জন করবেন মর্মে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।