ঢাকাThursday , 23 February 2023
  • অন্যান্য

রায়পুরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম জুয়েল
February 23, 2023 1:57 pm । ২০৩ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ফেব্রয়ারী) সকাল থেকে অত্যন্ত বর্ণিল সাজে কলেজ চত্বরে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

রায়পুরা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা আক্তার শিমুর পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট্য শিক্ষাবিদ ও সমাজ সেবক, রায়পুরা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লাইলা কানিজ লাকি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোগল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমপি পুত্র রাজিব আহমে পার্থ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির ডব্লিউ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী, চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুল, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন প্রমূখ।

ক্রীয়া প্রতিযোগিতায় হাঁড়ি ভাঙাসহ অসাধারণ কিছু ডিসপ্লে প্রদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।