ঢাকাThursday , 1 June 2023
  • অন্যান্য

রায়পুরা প্রেসক্লাবের নতুন কমিটির কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম জুয়েল
June 1, 2023 3:29 pm । ১৪৩ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১জুন) বিকালে রায়পুরা প্রেসক্লাবের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফরিদ মিয়া।

ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হক রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহসভাপতি মাজেদুল হক,এসএম শরীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক একেএম সেলিম, কার্যকরী সদস্য মাহবুবুল আলম লিটন, খোন্দকার শাহনেওয়াজ প্রমূখ।

এসময় ২০২৩-২৪ অর্থ বছরের সম্ভাব্য বাজেট পেশ করেন ক্লাবের কোষাধ্যক্ষ হারুনুর রশীদ। পরে তা সর্বসম্মতিক্রমে ক্রমে পাস করানো হয়। ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সহসভাপতি মাজেদুল ইসলাম কার্যকরী পরিষদকে আরও শক্তিশালী করার লক্ষে আরও দুইজন সদস্যকে কার্যকরী পরিষদের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করিলে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উক্ত প্রস্তাব গৃহীত হয়।

পরিশেষে আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ।