নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা রবিবার (২২সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
রায়পুরা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. তাজুল ইসলাম বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ মিয়া, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, জয়নগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সুলতান উদ্দিন সরকার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার ও প্রমিজ এন্টারপ্রাইজের সত্তাধারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসক্লাবের সদস্য বিনা খান, প্রনয় ভৌমিক, প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন “প্রতিবন্ধীরা আমাদের বুঝা নয়, দেশের সম্পদ। আর এই সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি স্থানীয় ভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।