রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী রায়পুরা পাবলিক মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা থেকে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র মো. জামাল মোল্লা।
পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কবির হোসেন।
রায়পুরা পাবলিক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এম বেলাল আহাম্মদে এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান।
এসময় রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী, চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক শহিদুল ইসলাম ও দানা মিয়া উপস্থিত ছিলেন।