নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় ৭৫নং পলাশতলী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে ও সালাহ উদ্দিন রতন মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালিব মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মানিক মাষ্টার ও রুপা মোর্শেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য জেলা পর্যায়ে ৭৫নং পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাছেদ শ্রেষ্ঠ সভাপতি হিসেবে সুনাম অর্জন করেছেন।