রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় সুন্দর ও মনোরম ডিসপ্লের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নজরপুর এডুকেয়ার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. হযরত আলী হরজু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিআর ডিবির চেয়ারম্যান মো. হাসিব আহমেদ জাকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দের কান্দি ইউপি সদস্য মো. বশির আহমেদ, মো. মানিক মিয়া, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সালেহ চৌধুরী রাতুল, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টুটুল, শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।