ঢাকাWednesday , 7 September 2022
  • অন্যান্য

রায়পুরা উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের কর্মী সভা

এম নূরউদ্দিন আহমেদ
September 7, 2022 3:55 pm । ৩১১ জন
রায়পুরায় উপজেলা আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত
Link Copied!


নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিশাল এক কর্মী সভা বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইউনুস আলী ভুইয়ার সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও একাধিকবারের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

পজেলা চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পানী সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব আহমেদ পার্থ, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য মমতাজ উদ্দিন ভুইয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য লায়লা কানিজ লাকী, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম শাহীন, পৌর মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন, সাধারন সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাস্টার, সাধারন সম্পাদক আলমগীর কবির সরকার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ভুইয়া তুহিন প্রমূখ।
এসময় বক্তাগন কর্মী সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করার আহবান জানান।