রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ৬ বছরের শিশু কণ্যাকে ঘরের ভিতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোড়পূর্বক ধর্ষনের চেষ্ঠার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন শিশুকণ্যার পিতা সবুজ মিয়া। অভিযোগের প্রেক্ষিতে আমানত নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরবাখর ইউনিয়নের রতনপুর গ্রামে।
রায়পুরা থানায় দায়েরকৃত অভিযোগের বিবরণে জানা যায়, গত ইং ০২/০৯/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ৭:০০ ঘটিকার সময় ০৬ (ছয়) বৎসরে শিশুকণ্যা সাদিয়া একই গ্রামের পাশবর্তী বাড়ীর রতন মিয়ার ছেলে আমানত মিয়া (১৫) এর বড়ীতে থাকাবস্থায় উক্ত নাবালক আমানত তাহার বাড়ী ঘরের লোকজন না থাকায় তাহার বাড়ীর রতনপুর গ্রামের চৌচালা টিনের ঘরের দরজা বন্ধ করিয়া ০৬ (ছয়) বৎসরের শিশু কণ্যা সন্তানের পরনের প্যান্ট খুলিয়া তাহার সামনে পিছনে দিক দিয়া যৌনাঙ্গের ভিতর তাহার পুরুষাঙ্গ জোর পূর্বক প্রবেশ করানোর বার বার চেষ্টা করিলে শিশু সন্তানের পিছনের মলদ্ধার দিয়া রক্তপাত ঘটাইয়া থাকে এবং শিশু কণ্যার যৌনাঙ্গে ব্যাথা যুক্ত করে। এসময় কণ্যা শিশু সন্তান বাড়ীতে না ফিরিলে তার মা কণ্যার খোঁজে বাহির হয় এবং উক্ত দোষী ব্যক্তি আমানত মিয়ার ঘর হইতে উদ্ধার করিয়া আনিয়া থাকে ও তাহাকে প্যান্ট খোলা ও মলদ্বারে রক্তাক্ত দেখিয়া বাড়ী ঘরের লোকজনদের সামনে ঘটনার বিষয় জিজ্ঞাসা করিলে শিশু কণ্যা উপরোক্ত ঘটনার বিবরণ দেয় এবং উক্ত ঘটনা অবগত হই। মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হইবে।