নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় ৫ জয়িতা নারী পেলেন সংবর্ধনা। শুক্রবার (৯ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ ইং উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মহিলা কর্মকর্তা মোছা. ফাতেমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. জাকির হোসেন মোল্লা, সমাজ সেবা অফিসার মো: খলিলুর রহমান সজিব, অফিস সহকারী কাজী হেলিম।
পরে অতিথিবৃন্দ জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।