রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় গরীব, দু:খী ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি পার্কে শ্রীনগর তরুন প্রবাসী সংগঠনের আয়োজনে ৫’শত জন হত দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লবন সহ বিভিন্ন উপকরন দেওয়া হয়।
রায়পুরা উপজেলা বিএনপি সাবেক সভাপতি এম এন জামান এর দিকনির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন।
নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু’র সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শওকত আলী মেম্বার, বিএনপিনেতা হারুন মেম্বার, যুবদলের নেতা অ্যাড. মেহেদী হাসান, রায়পুরা পৌর ছাত্রদলনেতা সোহেল আহমেদ রাজন, রায়পুরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ফকির, উপজেলা যুবদলের সদস্য আকির হোসেন ভূইয়া, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা আব্বাস উদ্দিন সোহেল, জাহিদুল ইসলাম লিটন, হিরন পাশা, কামরুজ্জামান দুলাল, রায়পুরা উপজেলা তরুন দলের সভাপতি এমডি জাকির হোসেন ইমন, শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা রুমান মিয়া, আবুল হোসেন ও বাদল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।