ঢাকাWednesday , 28 September 2022
  • অন্যান্য

রায়পুরায় হারিয়ে যাওয়া রবিনকে খোঁজে পেতে মরিয়া তার পরিবার

নিজস্ব প্রতিবেদক :
September 28, 2022 7:29 am । ৪২৯ জন
Link Copied!

হারিয়েছে : নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামের মো. রবিউল মিয়ার ছেলে রবিন (১২) নিখোঁজ হয়।
গত ২৬শে সেপ্টেম্বর সোমবার সকালে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশেই অবস্থিত নজরপুর হযরত ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসাতে পড়তে যায়। পরে খাবারের সময় বাড়ীতে না আসায় খোঁজ খবর নিতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান সে মাদ্রাসা যায়নি।
ছেলেটির গায়ের রং কালো। হারানোর সময় তার পরনে ছিলো কালো রঙের জোব্বা ও মাথায় ছিলো সাদা রঙের গোল টপি।
তাকে খোঁজে পেতে মরিয়া তার বাবা, মা। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকে তাহলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
সন্ধানদাতা তার বাবা. 01778038960.