ঢাকাFriday , 21 April 2023
  • অন্যান্য

রায়পুরায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া

সাইফুল ইসলাম জুয়েল
April 21, 2023 11:46 pm । ১৫৯ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াকুব আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভৃইয়া।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী রায়পুরা পৌরসভা থেকে দুই দুইবার নির্বাচিত সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মুক্তার, রায়পুরা পৌরসভা বিএনপি’র সভাপতি ইদ্রিস আলী মুন্সী,  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ গাজী, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল বাসেত, বিএনপিনেতা সুলতান খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হোসেন নাহিদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ সামুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।