ঢাকাTuesday , 23 August 2022
  • অন্যান্য

রায়পুরায় স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থী অপহরণের অভিযোগ

সাইফুল ইসলাম জুয়েল
August 23, 2022 7:43 am । ২৮৬ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী রায়পুরায় স্কুল থেকে ফেরার পথে এক শিক্ষার্থী (১৫) অপহরণের শিকার হয়েছে।
নরসিংদীর রায়পুরায় এক স্কুল শিক্ষার্থী (১৫)কে অপহরণের অভিযোগ ওঠেছে একই এলাকার স্বপন মিয়ার ছেলে জীবন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।
এই ঘটনায় সোমবার সকালে রায়পুরা থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন অপহরণের শিকার শিক্ষার্থীর বাবা আমির হোসেন। এর আগে, গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলার লোচনপুর এলাকায় অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্থানীয় এমএফ আইডিয়াল মডেল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় জরিত থাকার সন্দেহে অভিযুক্তের বন্ধু একই এলাকার সেলিম মিয়ার ছেলে শাওন (১৮)কে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায়ই রাস্তা আটকিয়ে উত্ত্যক্ত করতো অভিযুক্ত জীবন মিয়া।
রোববার বিকেল ওই ছাত্রী সহপাঠীদের সাথে স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কের পাশ দিয়ে বান্ধবীদের সঙ্গে হাঁটছিলেন ওই শিক্ষার্থী। হাঁটতে হাঁটতে তারা স্থানীয় একটি কুঁড়ার মিলের কাছাকাছি আসলে একটি সাদ রঙের প্রাইভেট কারে করে ভুক্তভোগী শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়।
লোচনপুর বাজারে এক ব্যবসায়ীর দোকান থেকে সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে আজকের পত্রিকার প্রতিনিধি। ফুটেজে দেখা যায় বেলা ৩টা ৫২মিনিটে প্রাইভেট কারটি বাজার অতিক্রম করে সামনে চলে যায়। ৩টা ৫৮ মিনিটে সহপাঠীদের সাথে বাজার অতিক্রম করে বাড়ি যাচ্ছে। ৪টা ৪ মিনিটে সাদা রঙের প্রাইভেটকারটি বারৈচা বাজারের দিখে অপহরণ করে নিয়ে যাচ্ছে।
সাথে থাকা সহপাঠী হিরামনি ও আনিস বলেন, স্কুল ছুটির পর কয়েকজন সহপাঠী একসাথে রাস্তার পাশ দিয়ে হেটে বাড়ি যাচ্ছিলাম। হটাৎ উৎপেতে থাকা জীবন গাড়ি থেকে বেড় হয়ে রামিশাকে টেনে নিয়ে চলে যেতে দেখে বাঁধা দেই। আমাদের কে ধাক্কা দিয়ে ফেলে রেখে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। আমরা তখন হতভম্ব হয়ে স্কুলের সার ও আশপাশের লোকজনকে বলি। এ ঘটনার পর থেকে আমাদের নিরাপত্তা নিয়ে আতংকে আছি। সহপাঠীকে দ্রুত ফেরত চাই।
সোমবার সকালে ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা যায়, ছাত্রীর মা দাদা দাদী স্বজনরা কান্নাজরিত কন্ঠে বলেন, দীর্ঘদিন যাবত জীবন নামের ছেলেটি তাকে বিরক্ত করে আসছে। এই বিষয়ে জীবনের পরিবারকে একাধিকবার জানানো হলেও এর কোনো সুরাহা হয়নি। দ্রুত মেয়েকে ফেরত চাই। এ ঘটনায় জরিতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আজকের পত্রিকাকে বলেন, স্কুল শেষে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল আমার মেয়ে। ওই সময় লোচনপুর এলাকার রায়পুরা-বারৈচা সড়কের পাশে কুঁড়ার মিলের সামনে আসলে জাহাঙ্গীর নগর এলাকার স্বপন মিয়ার ছেলে জীবন মিয়া জোর করে আমার মেয়েকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। এ নিয়ে জীবনের পরিবারের কাছে অভিযোগ দিলেও প্রতিকার পাইনি। ঘটনাটি রায়পুরা থানাকে জানানো হয়েছে। পুলিশ জীবনকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমএফ আইডিয়াল মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক বিপ্লব মিয়া বলেন, স্কুল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। ওই সময় শিক্ষার্থীর সঙ্গে তার বান্ধবীরাও ছিল। বান্ধবীরা জানিয়েছে, জীবন নামে এক ব্যক্তি ওই শিক্ষার্থীকে একটি প্রাইভেট কারে জোর করে তুলে নিয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার ও থানাকে অবহিত জানিয়েছি। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে ডিভি পুলিশকে নিয়ে কাজ করছি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযোক্তের বন্ধুকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।