ঢাকাSaturday , 25 February 2023
  • অন্যান্য

রায়পুরায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

সাইফুল ইসলাম জুয়েল
February 25, 2023 7:31 am । ১৭৫ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন মো. স্বপন মিয়া (৪২) নামের এক সাবেক ইউপি সদস্য।
শনিনার (২৫ফেব্রয়ারী) সকালে মেঘনা নদীর শাখা পাগলা নদীর পাড় বড়ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত স্বপন মিয়া উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
জানা যায়, নিহত স্বপন মেম্বার  ওই এলাকার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক এবং তার বিরুদ্ধে হত্যা ও লুটপাটের ঘটনায় ১২টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত স্বপন পুলিশের ভয়ে রাতে নদীতে নৌকায় অবস্থান করতেন। শুক্রবার রাতে পাগলা নদীর বড়ঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, আমি গতকাল থেকে ঢাকায় অবস্থান করছি। সকালে স্বপন নিহত হওয়ার ঘটনা শুনে খোঁজ খবর নিয়েছিলাম। কে বা কারা তাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে চলে গেছেন। তার পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে সমস্যা চলছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান  বলেন, আমরা শুনেছি গুলিবিদ্ধ অবস্থায় সাবেক ইউপি সদস্য স্বপন আহমেদের লাশ নদীর পাড়ে পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।