ঢাকাThursday , 4 August 2022
  • অন্যান্য

রায়পুরায় সাংবাদিক ঐক্য পরিষদ গঠন

সাইফুল ইসলাম জুয়েল
August 4, 2022 10:06 am । ৩৮৩ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : “সংগঠন যার যার, সাংবাদিক মোরা সবার” এই স্লোগানকে সামনে রেখে রায়পুরা উপজেলায় অবস্থিত প্রেসক্লাবসহ তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে ” রায়পুরা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪আগষ্ট) সকালে স্থানীয় একটি পার্টি সেন্টারে সকল সাংবাদিকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে উপজেলার সকল দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সহসভাপতি সাধন দাশ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, রিপোটার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাদক্ষ তন্ময় সাহা, দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মাহবুব আলম লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।