ঢাকাTuesday , 24 January 2023
  • অন্যান্য

রায়পুরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহির উদ্দিন নাসিম
January 24, 2023 9:11 am । ১৮০ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী রায়পুরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী রায়পুরা সরকারি কলেজের মাঠে উপজেলা ২৪ ইউনিয়ন থেকে ৩টি ইউনিয়ন করে ৮টি ভেন্যু দ্বারা প্রায় ৪০ থেকে ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম ও ২য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের নিয়ে এ অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সামালগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।

এময় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহমিনা মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.  আজিজুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারনুর রশীদসহ  রায়পুরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।