নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪সেপ্টেম্বর) বিকালে উপজেলার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. ইউনুস আলী ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বুরহান উদ্দিন, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. চন্দন কান্তি সাহা, সাধারণ সম্পাদক শান্ত বণিক, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় পাল, সাধারণ সম্পাদক রাজিব গোপ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শিবু সাহা প্রমূখ।
এসময় বক্তাগন শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান।