ঢাকাFriday , 5 May 2023
  • অন্যান্য

রায়পুরায় রায়হান হত্যার রহস্য উদঘাটনের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

সাইফুল ইসলাম জুয়েল
May 5, 2023 2:05 pm । ১৪২ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় কৃষক রায়হান উদ্দিনকে গলা কেটে হত্যার দীর্ঘ ১৮ দিন পেরিয়ে গেলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এরই প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।

শুক্রবার (৫ মে) বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের সিরাজনগর উম্মুল কুরা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামের আলহাজ্ব সিরাজ উদ্দিন ওরফে রং সিরাজের ২য় ছেলে রায়হান উদ্দিন (৪৫) কে গত ১৭ এপ্রিল দিবাগত রাতে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনার নিহতের ছোট ভাই নাদিম আহমেদ সুজাল বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের আজ ১৮ দিন পেরিয়ে গেলেও হত্যার কোন রহস্য উদঘাটন না হওয়াই এবং কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি রায়হান সরকার, সাধারণ সম্পাদক নাদিমউদ্দিন দুলাল, শওকত আলী মেম্বার, পলাশ মেম্বার প্রমূখ।