ঢাকাFriday , 7 April 2023
  • অন্যান্য

রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি নেতা কাজী আশরাফুল আজিজ এর দাফন সম্পন্ন

এম নূরউদ্দিন আহমেদ
April 7, 2023 10:51 am । ১৫০ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  :

নরসিংদীর রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী আশরাফুল আজিজের। মুত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

শুক্রবার (৭এপ্রিল) জুম্মা নামাজের পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে রায়পুরা পাইলট গার্লস স্কুল মাঠে এক জানাযা শেষে রায়পুরা কেন্দ্রীয় কবরস্খানে তার দাফন সম্পূর্ন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহীবসদস্য মো. ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সদস্য সচিব মো. মঞ্জুর এলাহী ,যুগ্ম আহবায়ক মো: ফাইজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হযরত আলী ভূইয়া, সাধারন সম্পাদক মো. আব্দুর রহমান খোকন,:পৌরসভা বিএনপির সভাপতি মো. ঈদ্রিস আলী মুন্সী, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেনসহ আরও অনেকে।
এদিকে প্রবীণ বিএনপি নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ইউনুস আলী ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ঈমান উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জামাল মোল্লা, উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল,  উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিকসহ যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী ও  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।