ঢাকাTuesday , 21 February 2023
  • অন্যান্য

রায়পুরায় রাতের আধারে অস্থায়ী শহীদ মিনার ভাঙচুর করলো দূর্বৃত্তরা

সাইফুল ইসলাম জুয়েল
February 21, 2023 10:22 am । ২০২ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় রাতের আধারে অস্থায়ীভাবে কলা গাছ দিয়ে তৈরি শহীদ মিনার ভেঙে ফেলেছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পলাশতলী বাজার এলাকার বেসরকারি প্রতিষ্ঠান কে.এস.এ পাবলিক স্কুলে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার বিকেল বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শহীদ মিনার নির্মাণ সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাসায় চলে যায়। আজ মঙ্গলবার ভোরে প্রভাতফেরিতে এসে দেখা যায় নির্মাণ করা শহীদ মিনারটি কে বা কারা গুড়িয়ে দিয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাত ১২টা পর্যন্ত বসে থেকে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করেছি। সকালে প্রভাতফেরিতে এসে দেখি শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। এটা দেখার পর মনটাই ভেঙে গেছে। আমরা এর বিচার চাই।

বিদ্যালয়ের শিক্ষক আকলিমা ভোরের পাতাকে বলেন, ‘স্থায়ী শহীদ মিনার না থাকায় অস্থায়ীভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। সকালে এসে দেখি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি।’

রায়পুরা থানার উপ-পরিদর্শক ও পলাশতলী ইউনিয়নের বিট অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি খুবই নিন্দনীয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে অবগত করা হয়েছে।