ঢাকাSunday , 28 May 2023
  • অন্যান্য

রায়পুরায় মাসব্যাপী পৌর বানিজ্য মেলার শুভ উদ্বোধন

এম নূরউদ্দিন আহমেদ
May 28, 2023 5:35 pm । ১৫৩ জন
Link Copied!

  1. নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী পৌর বানিজ্য মেলার  উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮মে) বিকেল পৌরসভা মাঠে বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাহিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫, রায়পুরা  আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন,  কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইউনুস আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাসুদ,  সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক যুবলীগ নেতা মেহেদী মোল্লা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমূখ।

এসময় পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুলসহ কাউন্সিলর ও চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।