ঢাকাFriday , 8 July 2022
  • অন্যান্য

রায়পুরায় মানব কল্যাণ সংঘঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জহির উদ্দিন নাসিম
July 8, 2022 5:54 pm । ৪০১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরে মানবকল্যাণ সংঘঠনের উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানব কল্যাণ সংঘঠনটি স্থানীয় ওলামায়ে কেরামগনের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক ইসলামি সংগঠন। এই সংগঠনটির উদ্দেশ্যই যথাসাধ্য মতে মানুষের উপকার করা। তারই ধারাবাহিকতায় পবিত্র ইদুল আযহাকে সামনে রেখে প্রায় ৫’শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাওলানা সাজেদুল্লা সায়েম, ইউপি সদস্য রফিকুল হক, শ্রীনগর বাজার কমিটির সভাপতি মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক মো. গোলাপ মিয়া, প্রাত্তন মেম্বার মো. শওকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে মশায়েখ ও সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।