ঢাকাMonday , 27 June 2022
  • অন্যান্য

রায়পুরায় মাদক ও অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

শাহরিয়ার চৌধুরী ইমন
June 27, 2022 11:20 am । ৩৭৩ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী রায়পুরায় মাদক ও অস্ত্রসহ আসাবুদ্দীন (৫৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আসাবুদ্দীন উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আঃ রহমানের ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের নির্দেশনায় এস আই পরিতোষ ও এএসআই নাদিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বেচাকেনার সময় পূর্ব থেকে উৎপেতে থেকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সোবহানপুর নামক স্থান থেকে তাকে আটক করে পুলিশ।
এসময় তার কাছ থেকে মাদকসহ একটি ওয়ান সোটার গান ও নীল রঙের একটি সীসা কারতুজ উদ্ধার করে পুলিশ।
এছাড়াও রায়পুরা থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। আসাবুদ্দীনের বাড়ী শ্রীনগর হলেও সে বসবাস করতো বাঁশগাড়ী সোবহানপুর, চরমধূয়া ও নীলক্ষার মাঝখানে নদীতে ইঞ্জিনবাহী নৌকায়।
এলাকাবাসী জানায়, আসাবুদ্দীন আন্ত:জেলার একজন ডাকাত দলের সক্রিয় সদস্য। এর আগেও বাঁশগাড়ী এক স্বর্নের দোকানে ডাকাতি করতে গিয়ে তার আপন বড় ভাই ইব্রাহিমসহ পাঁচজন গণপিটুনিতে নিহত হন। সেদিন আসাবুদ্দীন প্রানে বেঁচে যায়। এই ঘটনার পর কিছুদিন ঘা ডাকা দেন আসাবুদ্দীন। পরে শুরু করেন অস্ত্র ও মাদকের ব্যবসা। তাকে গ্রেফতারের খবর পেয়ে এলাকাবাসী রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমানসহ পুলিশের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আমরা আশাবাদী অচিরেই আসাবুদ্দীনের সহযোগী ফজলুকেও গ্রেফতার করবে পুলিশ।
ঘটনার সততা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, দূর্ঘম চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আসাবুদ্দীনকে মাদক ও অস্ত্রসহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে। মামলানং ৩৭(২৬-৬-২২)। এসময় তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।