এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরায় মাদকসেবী ছেলের অত্যাচারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী বাবা। সেই অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ওই ছেলেকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকালে পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রাম থেকে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন।
সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম ফয়সাল আহামেদ (২০)। সে উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।