ঢাকাMonday , 22 May 2023
  • অন্যান্য

রায়পুরায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও অবহিতকরণ সভা

সাইফুল ইসলাম জুয়েল
May 22, 2023 9:56 am । ১৫১ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও অবহিতকরণ সভার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস।

২২ মে ২৩ ইং সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে সামনে এসে সমাপ্ত হয়।
পরে ভূমি সেবার স্টল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ভূমি সেবা সংক্রান্ত অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীল মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ প্রমূখ।