ঢাকাSunday , 12 March 2023
  • অন্যান্য

রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা একে নেছার উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সাইফুল ইসলাম জুয়েল
March 12, 2023 5:52 pm । ১৭৫ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. নেছার উদ্দিন এর স্ম^রণ সভা ও দোয়া মাহফিল ১১মার্চ শনিবার বিকালে স্থানীয় নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী রেজাউর রহমান রিপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজিজ, ফজলুর রহমান, পোরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমের দলীয় রাজনৈতিক কর্মময় জীবনের আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
স্মরণ সভায় সহশ্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।