ঢাকাTuesday , 13 February 2024
  • অন্যান্য

রায়পুরায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য

সাইফুল ইসলাম জুয়েল
February 13, 2024 1:16 pm । ১১৬ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে ইমন মিয়া (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাতে অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে পুলিশ। এ ঘটনায় সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে ভুক্তভোগী ওই নারী (২২) থানায় লিখিত অভিযোগ করেন এবং অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃত ইমন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মাহে আলমের ছেলে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভৈরব এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে চট্টগ্রামে বেড়ানোর কথা বলে পুণরায় ধর্ষণ করা হয়। রোববার ওই তরুণীর বাসায় এসে ধর্ষণের চেষ্টা করেন। এসময় বিয়ের পস্তাব দিলে অস্বীকার করে এবং তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

সোমবার সকালে ভুক্তভোগী ওই তরুণী ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার হালিম সরকার সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী নারীর ওই নারীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ আসে পরে তার অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য ইমনকে কারাগারে পাঠানোর কথা নিশ্চিত করেন তিনি।

এমনআ/নূরটিভি বাংলা/জুয়েল