নিজস্ব প্রতিবেদক :
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরায় বর্ণ্যাঢ্য র্যালীটি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
বৃহস্পতিবার (২১জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পূণরায় পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. ইমরান হোসেন প্রমূখ।