নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় উপজেলার বেশ কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামিলীগ কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব সারদীয় দুর্গোৎসব আজকে অত্যান্ত নিরাপত্তার ভিতর দিয়ে শেষ হলো । সারদীয় দুর্গোৎসবের বিভিন্ন মন্ডপ পরিদর্শনে কাওছার বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ বা আবদ্ব স্থান । যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন , ভয় দুঃখ, শোক ,জ্বালা ,যন্ত্রনা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন । দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাঁকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন। মা দূর্গা এবার আসছেন গজে চড়ে এবং যাবেন নৌকা করে। দুটিই শুভ লক্ষ্মণ।
পুজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সদস্য মো. জয়নাল আবেদীন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক কবি মহসিন খোন্দকার, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার মশিউল আলম কনক, পৌরসভা আওয়ামিলীগের সহসভাপতি ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান হারুনুর রশীদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা হুমায়ুন কবির মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীপু মাহমুদ, সাবেক ছাত্রনেতা মেহবুবুল হক রিপন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মাছুদুল হক তপন, হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নয়ন সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, ভান্ডারী, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর, শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম সুমন মুন্সি, ছাত্রনেতা রাজিব ও রাজনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।