নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় উপজেলার আমিরগন্জ হইতে রামনগর পর্যন্ত শতাবধি পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির একমাত্র উত্তরসূরি উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।
হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব সারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে রাজিব আহমেদ পার্থ বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ বা আবদ্ব স্থান । যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন , ভয় দুঃখ, শোক ,জ্বালা ,যন্ত্রনা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন । দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাঁকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।
পুজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাবেক প্রচার সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রদীপ কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া, রায়পুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সরকার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সালেহ আহমেদ রাতুল, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, চান্দের কান্দি ইউনিয়ন যুবলীগনেতা মো. মিলন মিয়া, পৌরসভা আওয়ামিলীগের সদস্য উজ্জ্বল মিয়া, মেহেদী মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।