নিজস্ব প্রতিবেদন :
নরসিংদীর রায়পুরায় শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্প্রতিক সময়ে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া ৯৬পরিবার সহ দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭জুলাই) সকালে উপজেলার পান্থশালা আনন্দ পার্কে প্রায় ৪’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এম এন জামানের পরিচালনায় নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসু উদ্দিন সামু’র নিজস্ব অর্থায়নে ১১টি আইটেমের সমন্বয়ে ৪’শটি প্যাকেট বিতরণ করা হয়েছে।
এসময় রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা যুবদলের যগ্ম সাধারন সম্পাদক সামসু উদ্দিন সামু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল আহমেদ রাজন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ফকির, যুবদলনেতা জায়েদুল ইসলাম লিটন, আকির হোসেন ভূইয়া, আল-মামুন, মো. হুমায়ুন কবির, মো. জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন।
বক্তাগন আগামীদিনে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দরিদ্র ও অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।