ঢাকাThursday , 4 May 2023
  • অন্যান্য

রায়পুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ১

সাইফুল ইসলাম জুয়েল
May 4, 2023 11:29 am । ১৫২ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় আম পেড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ মে) বেলা ২টার দিকে উপজেলার লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আফরান আহাদ ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা আহমেদ। আহত শিমন আহমেদ একই গ্রামের নাশু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে তিন তরুণ বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহাদ ও রানাকে মৃত ঘোষণা করেন। শিমনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গাজী সিদ্দিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ’বজ্রপাতের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত শিমন নামের একজনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।