ঢাকাSunday , 5 March 2023
  • অন্যান্য

রায়পুরায় ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইয়াতিম ছাত্রদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
March 5, 2023 5:01 pm । ১৭২ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  :

নরসিংদীর রায়পুরায় চরমরজালে ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ৮টি মাদ্রাসার ইয়াতিম ছাত্রদেরকে  সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট্য সমাজ সেবক মো. শাহজাহান ভেন্ডারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান খান, অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রাজিবুর রহমান (রাজিব), ৮নং ওয়ার্ড সদস্য আরিফুজ্জামান আরমান মোল্লা, মাওলানা মোস্তফা আল ফারুকী, আল এহসান সমাজ কল্যান পরিষদের সভাপতি মাওলানা আল আমিন, উদিয়মান যুব সংঘের সাধারণ সম্পাদক হানিফ মাষ্টার, উপদেষ্টা মিজানুর রহমান মিলন, খোকন মাস্টার, চরমরজাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক, ডেন্টিস্ট আলতাব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ওয়াজ নসিহতের পর প্রত্যেকটি মাদ্রাসার ইয়াতিম ছাত্রদের সংবর্ধনাও উপহার সামগ্রী গুলো বিতরণ করা হয়। উপহার সামগ্রীতে ছিলো, জায়নামাজ, লুঙ্গি, গামছা, সাবান, খাতা কলম, মেছওয়াক, খাবার, পানির বোতল ও নগদ টাকা।

সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী আ: হালিম, রমজান হাসান বাবুল, জাাকির হোসেন মুন্সি, মোঃ আক্তার হোসেন,শাহীন মোল্লা প্রমূখ।