রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় ফারুক হোসেন আলী চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫জুন) বিকালে উপজেলার রায়পুরায় ইউনিয়নের শাহের খোলা মাঠে উক্ত উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টকি মোল্লা একাদশ বনাম গৌরিপুর সুপার কিং একাদশ প্রতিযোগিতা করেন। এতে ১-০ গোলে গৌরিপুর সুপার কিং একাদশ জয় লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
নরসিংদী জজকোর্টের জিপি খোন্দকার অ্যাড. হালিম এর পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন মিতুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক খন্দকার টিপু সুলতান, রায়পুরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব হোসেন, রায়পুরা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আঙ্গুর সহ রায়পুরা ইউনিয়ন পরিষদ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পৃষ্ঠ পোষকতা করেন ইতালী প্রবাসী ইঞ্জিনিয়ার হিমেল।
ফুটবল টুর্নামেন্টের সভাপতি ফারুক হোসেন আলী জনান, বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির অনুপ্রেরণায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেমি ফাইনাল ও ফাইনালে প্রিয়নেতা রাজু ভাই অবশ্যই উপস্থিত থাকবেন।