ঢাকাTuesday , 2 May 2023
  • অন্যান্য

রায়পুরায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় ১জনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাইফুল ইসলাম জুয়েল
May 2, 2023 5:25 pm । ১৪৫ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় এস.এস.সি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা করায় মোবাইল কোর্টের মাধ্যমে বহিরাগত একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (০২ মে) সকালে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।

তিনি বলেন, বহিরাগত এক লোক রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে হলের জানালা দিয়ে মোবাইল ফোনে প্রশ্ন পত্রের ছবি তোলার চেষ্টা করে। তাৎক্ষনিক মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষার আইন ১৯৮০ এর ১১ (গ) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।