ঢাকাWednesday , 28 September 2022
  • অন্যান্য

রায়পুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

এম নূরউদ্দিন আহমেদ
September 28, 2022 5:39 pm । ৩৮৫ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

আলোচনা সভাশেষে কেককেটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনে দিনটি উদযাপন করা হয়।

রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মাস্টার, কৃষি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সদস্য খাইরুল আলম, রায়পুরা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আশিক আফজাল, উপজেলা মুক্তিযোদ্ধা ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, চান্দেরকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, মরজাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, রায়পুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী সেলিম মিয়া, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. শাহ্ আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. ইউনুস আলী ভূইয়া, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, যুবলীগের সভাপতি মিলন মাষ্টার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আফজাল হোসাইন বলেন রায়পুরায় আর কোন ভায়ের লীগ, ব্যক্তিলীগ চলবেনা। চলবে শুধু বঙ্গবন্ধুর আওয়ামিলীগ এবং শেখ হাসিনার আওয়ামিলীগ। নিজে নৌকায় চড়বেন আর অন্যের নৌকা ডুবাবেন এমন নোংরামি খেলা চলতে দেয়া হবেনা বলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।