রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আরমান মিয়া নামে এক ব্যক্তির বাড়ীর জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। তার প্রতিপক্ষ ইকবাল মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ করেন আরমান। আরমান মিয়া ওই এলাকার মৃত রশীদ মিয়ার ছেলে।
তবে প্রতিপক্ষদের দাবি, জমির দলিল পত্র তাদেরও রয়েছে। ওই জমি তাদের। ৫ এপ্রিল বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের দাইড়ের পাড় গ্রামে।
ভুক্তভোগী আরমান মিয়া জানান, বাড়ীর ৯ শতাংশ জমিতে তারা দুই ভাই দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ঔ জমির সকল কাগজ পত্র তাদের পক্ষে থাকায় নামজারিও তাদের পক্ষে হয়। সকালে প্রতিবেশী সায়েদ মিয়া (৫৫), হারুন মিয়া (৪৫) উভয় পিতা- মৃত ইসমাইল, উজ্জল মিয়া (৩৬) পিতা-মৃত বাচ্চু মিয়া, প্রতিবেশী ইকবাল ও তার লোকজন এসে জোর করে আরমানের দখলীকৃত জায়গার উপরে থাকা পাকের ঘর ও টয়লেট ভেঙ্গে দেয়। পরে নিরুপায় হয়ে আরমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা গেছে প্রতিপক্ষ সায়েদ মিয়া গং’রা এলাকার প্রভাবশালী।
অভিযোগ পেয়ে রায়পুরা থানার এস আই দীপ, সঙ্গীয় ফোর্স নিয়ে সরজমিন তদন্তপূর্বক উভয় পক্ষকে ঔ জমির সমাধান না হওয়া পর্যন্ত জমির উপর কোন ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য নির্দেশ প্রদান করেন।