ঢাকাTuesday , 24 January 2023
  • অন্যান্য

রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

এম নূরউদ্দিন আহমেদ
January 24, 2023 1:08 pm । ১৭৮ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় ঢাকা-চট্টগ্রাম সিলেট রেলপথের পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া (৪৫)। তিনি পেশায় একজন শ্যালোমেশিন মেকানিক। অপরজন হলেন, চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের সুচেন্দ্র বিশ্বাসের ছেলে কর্ণ বিশ্বাস (৬২)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ৮টার দিকে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের পাশে থাকা রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকামুখী এগারোসিদ্ধুর এক্সপ্রেস তাঁকে ধাক্কা দিলে রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপর দিকে মানসিক ভারসাম্যহীন কর্ণ বিশ্বাস দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনিধি রেলস্টেশনের পশ্চিম পাশে আউটারে পাশ দিয়ে রেল পাড় হতে গেলে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতদের নিজ গ্রামের পাশেই ঘটনাটি ঘটায় পুলিশ খবর পাওয়ার আগেই স্বজনেরা মরদেহ দুটো বাড়ি নিয়ে যান।

নিহত কর্ণ বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস জানান, দুপুরে শ্রীনিধি রেলস্টেশনের পাশে তাঁর বাবা ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার সংবাদ পেয়ে বাড়িতে নিয়ে যান। তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। যখন যে দিকে ইচ্ছে চলে যেতেন। ধারণা করা হচ্ছে মেয়ের বাড়ি উত্তর বাখরের দিকে যাচ্ছিলেন তিনি। মরদেহ দাহ্যের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

ভৈরব রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান রুমেল আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।’