ঢাকাThursday , 2 February 2023
  • অন্যান্য

রায়পুরায় নূর উলুম জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় কম্বল বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
February 2, 2023 8:47 am । ১৯২ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় নূর উলুম জামিয়া ইসলামীয়া মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ফেব্রয়ারি) সকালে রায়পুরা তাত্তাকান্দা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নদীর পাড় এলাকায় নূর উলুম জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক।

এসময় অত্র মাদ্রাসার উপদেষ্টা ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুর রহমান, মাওলানা হাফেজ আনোয়ার হোসেনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের উন্নয়ন ও কোমলমতি শিশুদের আরো অগ্রগতির জন্য প্রতিষ্ঠানে টিন ও নগদ অর্থ প্রদানের আশ্বাস দেন প্রধান অতিথি তাহমিনা মানিক।